• December 10, 2024

গুইমারায় ২৭লিটার চোলাইমদ সহ ১জনকে আটক করেছে পুলিশ

 গুইমারায় ২৭লিটার চোলাইমদ সহ ১জনকে আটক করেছে পুলিশ

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের পরিচালনায় ২৭লিটার চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানার পুলিশ।

 ৯সেপ্টেম্বর শুক্রবার সকালে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া মোঃ নবির হোসেনের ফলের দোকানের সামনে থেকে ২৭লিটার চোলাইমদ ও একটি বাজাজ মোটরসাইকেলসহ ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন উথোয়াই মারমা(২৬) গুইমারা উপজেলার হেডম্যানপাড়া এলাকার মংশে মারমার ছেলে। গুইমারা থানায় উথোয়াই মারমার বিরুদ্ধে ২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৪(খ)/৩৮ মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭লিটার চোলাই মদ ও বাজাজ মোটরসাইকেল সহ একজনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post