• December 10, 2024

গুইমারা ইউএনও বিদায়: নিজে কেঁদে, কাঁদালেন সবাইকে

গুইমারা প্রতিনিধি: ২০১৪সালের ৪সেপ্টেম্বর খাগড়াছড়ি’র গুইমারাকে নতুন উপজেলা হিসেবে প্রজ্ঞাপন জারির পর নবগঠিত গুইমারা উপজেলার প্রথম পুর্নাঙ্গ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১বছর ৩মাস কর্মজীবন অতিবাহিত করে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় আবেগঘন পরিবেশে নতুন কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বিদায় নিলেন পঙ্কজ বড়ুয়া। সোমবার সকালে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সম্মলেন কক্ষে গুইমারাবাসী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানে কাঁদলেন তিনি, কাঁদালেনও উপস্থিত উপস্থিত সহকর্মীসহ সহ স্থানীয়দের।

গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত) বিভিষণ কান্তি দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, গুইমারা সরকারী কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিন, পঙ্কজ বড়ুয়ার সহধর্মীনী সুচনা বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পঙ্কজ বড়ুয়ার কর্মজীবনের সততা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, এধরণের কর্মকর্তা গুইমারায় আরো কিছুদিন থাকলে নতুন গুইমারা উপজেলার কার্যক্রম এগিয়ে যেত। বিদায়ী অতিথির বক্তব্য শুরুতেই পঙ্কজ বড়ুয়া দায়িত্বে থাকাকালীন সময়ে সকলের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা করেন। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। সৃষ্টি হয় উপস্থিত সকলের মাঝে এক বেদনাঘন পরিবেশ। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, গুইমারা থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেসক্লাব গুইমারা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল, সম্মাননা স্মারক, ও শুভেচ্ছা উপহার প্রদানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাকে।

উল্লেখ্য, গুইমারাকে উপজেলায় উন্নীত করার প্রজ্ঞাপন জারীর পর গত ৪ডিসেম্বর ২০১৪ইং আনুষ্ঠানিক উপজেলার কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন মাটিরাঙ্গা ও রামগড়ের কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্বে থাকার পর কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) থেকে পদোন্নতি পেয়ে গত ১৩ নভেম্বর-২০১৭ তারিখ পঙ্কজ বড়ুয়া প্রথম গুইমারা পুর্নাঙ্গ নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post