• January 24, 2025

গুইমারা ইউপি নির্বাচন: আইন-শৃংখলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

 গুইমারা ইউপি নির্বাচন: আইন-শৃংখলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
খাগড়াছড়ি প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা রিটার্নিং অফিসার।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা নির্বাচনী অফিসার মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনে সর্বস্তরের প্রশাসন মাঠে থাকবে। কেউ যদি আইন-শৃংখলা ভঙ্গের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post