গুইমারাতে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
![গুইমারাতে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও](https://pahareralo.com/wp-content/uploads/2022/06/C542AAD1-BF0D-4C8A-BB69-C818BCB14A8D.png)
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৬বছর বয়সী স্কুল পড়ুয়া এক কিশোরী।
বৃহস্পতিবার ২জুন দুপুরে হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকার জিয়াবুল হকের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে এসে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের পরিবারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়ের সঠিক বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে সতর্ক করা হয়েছে পরিবারকে। তিনি আরো বলেন, অত্র এলাকায় কোন বাল্যবিবাহ হলে সাথে সাথে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং সকল অভিভাবকদের কে বাল্যবিবাহ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।