গুইমারা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বর্তমান পাহাড়ের প্রেক্ষাপট নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কারণে গুইমারা উপজেলাকে সম্প্রীতির বন্ধনে আবন্ধ করার লক্ষে এই মহতী উদ্যেগ গ্রহণ করা হয়।
১অক্টোবর মঙ্গলবার বিকালে সম্প্রীতি সভায় গুইমারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব চৌধুরীর সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল আমিন। গুইমারা টাউন হলে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, গুইমারা কলেজর প্রিন্সিপাল নাজিম উদ্দিন, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ আরো অনেকেই।
এদিকে উপজেলার পাহাড়ি, বাঙালির অস্থিতিশীল পরিবেশ নিয়ে সকল সম্প্রদায়ের মেম্বার, হেডম্যান, কারবারি, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ অনেককেই এ সমাবেশে বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, আমরা যুগ যুগ ধরে একে অপরের এই পাহাড়ে বসবাস করে আসতেছি। ভবিষ্যতেও আমরা পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে ভাই ভাই হিসেবে মিলে মিশে বসবাস করবো আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাসহ উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।