• October 12, 2024

গুইমারা উপজেলায় আনসার-ভিডিপি সমাবেশ

স্টাফ রিপোর্টার: দেশের শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এ স্লোগান খাগড়াছড়ির গুইমারাতে আনসার-ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল আনসার সদস্যদেরকে শক্তিশালী ও তাদের কর্মকান্ডে আরও গতিশীল করার লক্ষে উপজেলা পর্যায়ে এ সমাবেশ অনুষ্টিত হয়। মাটিরাঙ্গা উপজেলা এ্যাডজুটেন্ট মুস্তাকিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র খাগড়াছড়ি জেলা এ্যাডজুটেন্ট এ.এইচ.এম মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলা কর্মকর্তা বির্দব্য রঞ্জন চাকমা, গুইমারা থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে আনসার বাহিনীকে এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সমাবেশে উপজেলার প্রত্যন্ত এলাকার থেকে প্রায় ৩শ নারী/পুরুষ আনসার ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে ২০১৬-২০১৭ অর্থ বছরের কার্যবিবরনী পেশ করা হয়। পরে প্রশংসনীয় কাজের জন্য তৃনমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের মধ্যে ১০জনকে সম্মাননা প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post