• December 12, 2024

গুইমারা উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে এক বিশাল কর্মী সমাবেশ ৭সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গুইমারা উপজেলার টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদানের পশাপাশি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও শক্তিশালী করার উপর জোর দিয়ে বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ডিজিটাল, আধুনিক ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এধারা অব্যাহত রাখতে জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারও নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(মহিলা)ঝর্না ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুভাষ দত্ত ছাড়াও উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যার্যের শত শত নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post