• July 27, 2024

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ প্রার্থীদের মুখে হাসি

 গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ প্রার্থীদের মুখে হাসি
বিএম.বাশার,গুইমারা:  সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (১৫জুন বুধবার) চলেছে ভোট গ্রহণ। সকল উদ্বেগ-উৎকন্ঠার ইতি টেনে অবশেষে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২য় তম উপজেলা পরিষদ নির্বাচনী কার্যক্রম কোনো ঝামেলা ছাড়াই স্বচ্ছ সুন্দর সঠিকভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন করলেন নির্বাচন কমিশনার ও আইন শৃঙ্খলা বাহিনী।
এবারের নির্বাচনে বেসরকারীভাবে প্রাপ্ত গুইমারা উপজেলার ১৪টি কেন্দ্রের ফলাফলে বিজয় লাভ করেন বাবু মেমং মারমা, কংজুরী মারমা, ঝর্ণা ত্রিপুরা।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪জনঃ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবু মেমং মারমা ৮হাজার ৫’শ ৯০ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা ৫হাজার ৯’শ ১২ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মটরসাইকেল প্রতীকের প্রার্থী আয়ুব আলী পেয়েছেন ৩ হাজার ২’শ ২৯ ভোট। দোয়াত কলম প্রতীকের প্রার্থী রুইসাঅং মারমা পেয়েছে ১৪৫ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪জনঃ মাইক প্রতীকের প্রার্থী কংজুরী মারমা ৭৮৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রার্থী ইখতেয়ার উদ্দিন চৌধুরী পেয়েছেন ৫১২৩ভোট। টিউবওয়েল প্রার্থী ৩৭৮০ভোট। তালা প্রার্থী ফখরুল ইসলাম (লিটন) পেয়েছেন ৭৫৩ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২জনঃ ফুটবল প্রতীকের প্রার্থী ঝর্ণা ত্রিপুরা ১০৮১৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী পেয়েছে ৬৬৮০ভোট।
গুইমারা উপজেলার মোট ৩৩ হাজার ১৫৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২১ হাজার ৮’শ ১৯ জন। এর মধ্যে বাতিল হয়েছে ২০০৩ ভোট। ৬৫ দশমিক .০৮ শতাংশ ভোটারা ভোট দিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post