• December 12, 2024

গুইমারা কলেজ এইচএসসি’র ফলাফলে এবারও এগিয়ে

স্টাফ রিপোর্টার: সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নবসৃষ্ট গুইমারা উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা কলেজ। গত বছরের ন্যায় এবছরও গুইমারা কলেজ তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।  এবার গুইমারা কলেজের শতকরা পাশের হার ৭৭.৩৬ ভাগ। যা তিন পার্বত্য জেলায় ৩য় স্থান। মোট ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২ জন। বিজ্ঞানে ১৯ জন, মানবিকে ৩০ জন ব্যবসায় শিক্ষায় ৩৩ জন পাশ করেছে।

গুইমারা রিজিয়নের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ কর্তৃক  ২০১৫ সালে  গুইমারা কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে গুইমারা কলেজের ছাত্র-ছাত্রীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

গুইমারা কলেজের প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিন পাহাড়ের আলোকে জানান, কলেজের উক্ত ফলাফলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সকল প্রভাষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুইমারাবাসী খুব উচ্ছ্বসিত। মূলত গুইমারা কলেজের নিয়ম-শৃঙ্গলা, শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদান, শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনায় এমন সফলতা এসেছে। অধ্যক্ষ মহোদয় মনে করেন, গুইমারা কলেজে যদি শহরের নামকরা কলেজের মত ভালমানের শিক্ষার্থীরা ভর্তি হয় তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় গুইমারা কলেজ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post