গুইমারা থানায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের সাথে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ
গুইমারা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সকলের প্রতি আন্তরিকতা ও ভালবাসার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন এর সার্বিক সহযোগিতায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের সাথে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করেন।
৪ এপ্রিল বৃহস্পতিবার আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপস্), নাজিম উদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল, নাছরিন সালেহা আরিফ গুইমারা থানাও অফিসার ইনচার্জের সহধর্মিণী, কমল কৃষ্ণ ধর অফিসার ইন চার্জ মাটিরাঙ্গা থানা সহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ।
পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মাল হেফাজতের পাশাপাশি সকল ক্ষেত্রে জেলা পুলিশ জনগনের পাশে থাকবে এবং জনকল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।