গুইমারা দাখিল মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার: খাগাড়ছড়ির গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে গুইমারা

৯৫৪ টি সোলার প্যানেল স্থাপনে দুর্নীতির অভিযোগ, বিতরণ বন্ধ
মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় ও নিরাপত্তা সভা

স্টাফ রিপোর্টার: খাগাড়ছড়ির গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে গুইমারা মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রপরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ইউছুফ পাটোয়ারি’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্রপরিষদের উপদেষ্টা মন্ডলির সভাপতি ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবদিন, সহ-সুপার মাওলানা আ.ন.ম. রফিকুল ইসলাম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: ইউচুপ, মাওলানা মোঃ খুরশেদ আলম, ইন্জিনিয়ার আবু তালেব, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম. সাইফুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, সংগঠণের সাবেক সভাপতি মো: ইউনুছ প্রমুখ।

বক্তারা বলেন, একটি ডিজিটাল, স্বনির্ভর ও কল্যাণময় রাষ্ট্র গড়তে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এই সংগঠন সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীসহ অত্র এলাকার মানুষকে একটি অরাজনৈতিক, সামাজিক ও গুণগত শিক্ষার পথ প্রদর্শক হিসেবে সবাইকে একটি প্লাটফর্মে আনতে সক্ষম হয়েছে।

এসময় পূনর্মিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এছাড়াও সংগঠণের সহ-সভাপতি নুরুন নবী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসাইন, আবু তাহের, আবুল কাশেম অন্যের মধ্যে উপস্থিত ছিলেন।