• September 8, 2024

গুইমারা বর্ডার গার্ড হাসপাতালে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ইমারাতে “বর্ডার গার্ড হাসপাতালে” সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেনের ফ্যাক্টরী হলো গাছ। এই বর্ষা মৌসুমে প্রত্যেকে অন্তত ১টি করে গাছের চারা লাগানো উচিত। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ পাহাড় ধ্বসের মতো প্রাকৃতিক বিপর্যয় রোধে ভুমিকা রাখবে।

এসময় অন্যান্যের মধ্যে হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মনোয়ার মোর্শেদ, মেডিক্যাল অফিসার সাইফুল বারী, ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড এর বনায়ন প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম’সহ হাসপাতালের পদস্থ কর্মকর্তাবৃন্দ, সেবিকা ও বিজিবি জওয়ানরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে প্রত্যেক সৈনিক ২টি করে গাছের চারা রোপন করেন। এবার হাসপাতাল এলাকায় মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post