• June 16, 2024

গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজিবি দিবস পালিত

 গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজিবি দিবস পালিত
স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির গুইমারা বর্ডার র্গাড হাসপাতালের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজিবি দিবস পালিত হয়েছে।
দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে সেক্টর সদর দপ্তরে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আবদুল মালেক ও বর্ডার র্গাড হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাফিসের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় প্রীতিভোজের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষির্কীর কেক কাটেন সেক্টর কমান্ডার। এসময় বিজিবি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা, সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক সহ আনসার, বিজিবির  পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়ও সকালে পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হয় দিবসটি। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।##

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post