গুইমারা মাদ্রাসায় মা সমাবেশ
স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় গুইমারা মাদ্রাসা অডিটরিয়ামে অনু্িষ্ঠত এ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় তিনি উন্নত ও শিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে সন্তানদের ভবিষ্যত সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি মায়ের ত্যাগ স্বীকারের কথা স্মরণ করেন।
গুইমারা মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক মা ও এলাকার অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত মা সমাবেেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ওউপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা প্রমুখ।
গুইমারা মাদ্রাসার সুপার মোঃ জায়নুল আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিগণ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় পাহাড়ী জনপদে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে মায়েদেরকে নিরক্ষরতা, অজ্ঞতা দুর ও সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার গুনগণ মান উন্নয়নের শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।