• October 8, 2024

গুইমারা রিজিয়নের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোটার: কেক কাটা, ইফতার মাহফিল ও প্রীতিভোজ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যায় রিজিয়ন সদর দপ্তরের মুশফিক হলে আয়োজিত অনুষ্ঠানে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) র গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নুরুজ্জামান, ১৪ ফিল্ড রেজিমেন্ট সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামসের উদ্দিন, ৮ ফিল্ড রেজিমেন্ট লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মিজানুর রহমান, গুইমারা বিজিবি সেক্টরের জিটুআই মেজর হামিদুর রহমান, গুইমারা রিজিয়ন জিটুআই মেজর আশিকুর রহমান, গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

পরে ইফতার মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post