• July 27, 2024

গুইমারা রিজিয়নে ইফতার মাহফিল: রমযানের প্রকৃত শিক্ষা নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আবাসভূমি গড়তে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা

গুইমারা প্রতিনিধি: রহমত, মাগফিরাত ও নাযাতের বরকতময় পবিত্র মাসে রমযানের প্রকৃত শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আবাসভুমি হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহবান জানান, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাক্সফোর্স কমিটির চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) ও খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুক্রবার ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রযমান শুধু মুসলমান নয় পুরো মানব জাতির আত্মশুদ্ধির মাস হিসেবে পরিগণিত।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ডিজিএফ আই খাগড়াছড়ির অধিনায়ক কর্ণেল নাজিম, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আহমারুজ্জামান, এপিবিএন ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট মোঃ আওরংজেব মাহবুব, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা, জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল জান্নাতুল ফেরদৌস, গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদিপ ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মং সার্কেলের মেঝ রাজ কুমার সহ এলাকার বিশিষ্টজনেরা।

ইফতার পূর্ব দেশ জাতি ও মুসলিম উম্মার বৃহত্তর শান্তি কামনায় বিশেষ মুনাজাতের ইফতার ও নৈশভোজে অংশ গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে অতিথিদের সহধর্মীনিরাও অংশ গ্রহণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post