গুইমারা রিজিয়ন কমান্ডারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ঘোষিত “ধর্ম যার যার উৎসব সবার” এমন্ত্রে বাংলাদেশ আজ উজ্জীবিত মন্তব্য করে খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) এর দুই চাঁদাবাজ আটক
লক্ষীছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উদযাপন
উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন ঐক্য ও শান্তি -ব্রি. জেনারেল সাজেদুল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ঘোষিত “ধর্ম যার যার উৎসব সবার” এমন্ত্রে বাংলাদেশ আজ উজ্জীবিত মন্তব্য করে খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেছেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। আহমান কাল থেকে বিশ্বের কাছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে ঈদ, পুজা ও চৈত্র সংক্রান্তি কোন নির্দিষ্ট ধর্ম জাতি বা গোষ্ঠীর মধ্যে সীমাবন্ধ নেই এসব ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সার্বজনীন রুপ নিয়েছে। এখানে সকলে আমরা একই মায়ের অভিন্ন সন্তান। তাই শান্তি-সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে এক যোগে কাজ করতে হবে।

৭অক্টোবর(সোমবার) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার নবমীতে খাগড়াছড়ির গুইমারাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সনাতন ধর্মাবলম্বী সহ পার্বত্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রিজিয়ন কমান্ডার।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গুইমারা দার্জিলিংটিলা সার্বজনীন কালিমন্দিরে স্থাপিত জেলার দ্বিতীয় বৃহত্তম পূজা মন্ডপে এসে পৌছলে পূজা উদযাপন কমিটির সদস্যরা নবাগত রিজিয়ন কমান্ডারকে ফুল দিয়ে বরণ করেন নেন। এসময় তিনি রিজিয়নের পক্ষ থেকে উপহার সামগ্রী, ফল ও আর্থিক অনুদান প্রদান করেন।