• February 13, 2025

গুইমারা রিজিয়ন কমান্ডার দুর্গম ইন্দ্রসিং পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিব উদ্দিন খান লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিং পাড়ায় পরিদর্শনে গিয়ে উপজাতীয় শিক্ষার্থীদের মাঝে কিছু সময় মতবিনিময় করেন এবং শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনোদনসহ খেলা-ধুলার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ  করেন। সেনাবাহিনীর পক্ষ হতে এসময় সকল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গুইমারা রিজিয়ন কমান্ডার দুর্গম শুকনাছড়ি্ এলাকা পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাথে একান্তভাবে শিক্ষা সংক্রান্ত নানা বিষয় খোলা-মেলা কথা বলেন। এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। এছাড়াও ইন্দ্রসিং পাড়া ক্যম্প কমান্ডারসহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ হতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তোমাদের উপরেই। আগামীর ভবিষৎ জীবন উজ্জ্বল করে গড়ে তুলতে শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা-পড়া করার আহবান জানান রিজিয়ন কমান্ডার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post