• May 23, 2024

গুইমারা রিজিয়ন কমান্ডার গরীব ও দুস্থ্যদের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রি বিতরণ করলেন

স্টাফ রিপোর্টার: গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার গরীব ও দুস্থ্যদের মাঝে কুরবানীর পশুর গোশত এবং ঈদ সামগ্রি বিতরণ করেছেন।

১২ আগস্ট সোমবার দুপুরে গুইমারা রিজিয়নের মুসফিক হল প্রাঙ্গনে এ কুরবানীর গোশত এবং ঈদ সামগ্রি বিতরণ করেন। এ সময় গুইমারা রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বী, জিএসও-টু মেজর মইনুল আলমসহ অন্যান পদস্থ্য সেনা অফিসারগন উপস্থিত ছিলেন। জানা যায়, কুরবানীর গোশত ছাড়াও রান্না করার জন্য তৈল, আদা ও যাবতীয় মসলা সামগ্রী প্রদান করেন।

পরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মাঝেও কুরবানীর পশুর গোশত বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। রিজিয়ন কমান্ডার এ সময় সকলকে বলেন, এখানো শুধু কুরবানীর গোশত নয়, রান্না করার জন্য যাবতীয় মসলাও দেয়া হয়েছে। রিজিয়ন কমান্ডারের এ ধরনের ব্যাতিক্রম উদ্যোগকে গোশত নিতে আসা সাধারণ দুুস্থ্যরা আনন্দ প্রকাশ করেন।

পরে রিজিয়ন সদর দপ্তরের শহীদ লেঃ মুশফিক হলে ঈদ-উল আযহা উপলক্ষে প্রীতিভোজে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, সকল ধর্মীয় গুরু, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post