স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে
স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে তৈকর্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা। যার মধ্যে রয়েছে শিক্ষা উপকরণ, নগদ আর্থিক সহায়তা, সোলার প্যানেল বিতরণ, বসত বাড়ী মেরামতের জন্য ঢেউটিন প্রদান, সেলাই মেশিন বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক প্রদান, কৃষকদের মাঝে সার বিতরণ।
এসময় ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেন জোন অধিনায়ক। অনুষ্ঠানে জোনের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
COMMENTS