• July 27, 2024

গোপনে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে লক্ষ্মীছড়িতে কাঠ আটক

স্টাফ রিপোর্টার: সেগুন,গামারি, কড়াইসহ বিভিন্ন প্রজাতির গোল কাঠ অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছে বলে জানা গেছে। ২১ মার্চ বুধবার সকালে বাইন্যাছোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী এ অভিযান চালায়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। লক্ষ্মীছড়ি বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১’শ ৩২ ঘনফুট। যার বাজার মূল্য আনুমানিক ৫০হাজার টাকা। এ ব্যাপারে বনআইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান, জনৈক বন কর্মকর্তা এমদাদুল করিম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post