• January 16, 2025

গ্যাস, পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

 গ্যাস, পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: গ্যাস, পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ (শনিবার) বেলা ১১:০০টার সময় কলাবাগান মিল্লাত চত্ত্বর হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা ভাঙ্গাব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি বাবু ক্ষেত্রমোহন রোয়াজা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।

জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post