গ্রাম পুলিশদের দায়িত্ব সর্ম্পকে আরো দায়িত্বশীল হতে হবে- ইউএনও
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: গ্রাম পুলিশদের বাল্যবিবাহ, আইন-শৃংখলা রক্ষা, অভ্যন্তরীন সম্পদ রক্ষা, যৌতুক প্রথা, সামাজিক উন্নয়নে আরো বেশী দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। গ্রাম পুলিশরা আইন-শৃংখলা বাহিনীর একটি অংশ। সমাজের কোন অসংগতি দেখলে তারা সাথে সাথে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি দেরকে অবহিত করবেন। কেউ যদি তার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদের নিয়োগ বাতিল করে অন্য কাউকে নিয়োগ করা হবে।
গতকাল রোববার কাপ্তাই উপজেলা চত্ত্বরে গ্রাম পুলিশদের মাসিক প্যারেডে সালাম গ্রহনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম একথা বলেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ-পরিচালক ডা: প্রবীর খিয়াং উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের মাসিক প্যারেড পরিচালনা করেন কাপ্তাই থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম।