• December 27, 2024

ঘুর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মহালছড়ি

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখীর ঘুর্ণিঝড়ে ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। ৩১ মার্চ রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ করে মহালছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্যুৎ বিপর্যস্ত, ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে, রাত সাড়ে ৮টা থেকে আকাশের চারদিক হঠাৎ অন্ধকারে ছেয়ে যায়। এক সময় শুরু হয় প্রচন্ড ঘূর্ণিঝড়সহ বজ্রবৃষ্টি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে ও ডালপালা ভেঙে মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন চলাচল সড়কের উপর পড়ে আছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে যায়। এছাড়া কাটিংটিলা, মনাটেক, সিঙ্গিনালা, মহালছড়ি সদর, টিলাপাড়া, খুল্যাংপাড়া, ধনপুদি ও থলিপাড়াসহ অনেক গ্রামের ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। কাঁচা ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অনেক অসহায় গরিব মানুষ।

এক সময় ঘূর্ণিঝড় বন্ধ হলেও রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় মিশ্রফল বাগান চাষীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। মহালছড়ি ব্রিজ পাড়া, কাপ্তাইপাড়াসহ অনেক স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে ও খুঁটি ভেঙ্গে গেছে। ফলে সারারাত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো মহালছড়ি উপজেলাবাসী।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি জানান, আচমকা এ ঘুর্ণিঝড়ে মহালছড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে ক্ষতির পরিমাণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post