ডেস্ক রিপোর্ট: গত ১৩ জুলাই ২০১৮ সন্ত্রাসীদের কর্তৃক খাগড়াছড়ি জেলা সদর প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপর হামলা, কা
ডেস্ক রিপোর্ট: গত ১৩ জুলাই ২০১৮ সন্ত্রাসীদের কর্তৃক খাগড়াছড়ি জেলা সদর প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপর হামলা, কাউখালী-খাগড়াছড়িতে পাহাড়ি নারী ধর্ষণের প্রতিবাদে ও ঘটনার জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলা মানিকছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি। পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা সহ-সাধারণ সম্পাদক ডেবিট চাকমা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ খবর জানা গেছে।
২৩ জুলাই দুপুর ১২টায় মিছিলটি মানিকছড়ি সদর ধর্মঘট থেকে শুরু করে কলেজিয়েট স্কুলে সামনে যেতে চাইলে মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ গেইটে সামনে সেনাবাহিনী-পুলিশে বাধা প্রদান করেলে সেখান থেকে ফিরে আবার একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, ডিওয়াইএফ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, ১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল চাকমা, ২নং দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা প্রমূখ। এসময় হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী রানী বসু ও ৩ নং বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন, পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ডেবিট চাকমা।