• October 7, 2024

চট্টগ্রামের ত্রিরন্ত সংঘের মানিকছড়িতে বস্ত্র বিতরণ

আলমগীর হোসেন,মানিকছড়ি: পাহাড়ে যখন তীব্র শীত হতদরিদ্র লোক কাপছে তখন সহায়তার হাতবাড়িয়ে দিল চট্টগ্রাম থেকে সামাজিক সংগঠন ত্রিরন্ত্র, জেলার মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় গত ৫ জানুয়ারী বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক হিন্দু, বৌদ্ধ, মুসলিম, গরীব লোকের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন কংজরী মারমা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনটহরী ইউপি সদস্য মোঃ কামাল পাশা, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনব বড়ুয়া বড়ুয়া, সংগঠনের সাধারন সম্পাদক সুমন বড়ুয়া কমল, সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, মহিলা সম্পাদিকা টিনাবড়ুয়া, সংগঠন সদস্য দেবু বড়ুয়া, মেনশন বড়ুয়া, লাবণ্য বড়ুয়া, হিমাদ্রী বড়ুয়া, সংগঠনের মানিকছড়ি সদস্য তনন্দ্রা বড়ুয়া, পূর্নিমা বড়ুয়া, মন্টু বিকাশ বড়ুয়া, উপস্থিত ছিলেন, হতদরিদ্র ১০০জন লোকের মাঝে কম্বল বিতরন করেন, পরে সংগঠনের সকল সদস্য বড়বিল বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধদের জন্য সম্মানি দেন, সংগঠনের সভাপতি জানান যেখানে সমস্য, অসহায়ত্ব, রক্তের প্রয়োজন, সেখানে ত্রিরন্ত্র সংগঠন, আজ আমরা একশত কম্বল দিলাম, দোয়া রাখবেন আগামী বছর একহাজার কম্বল দিতে পারি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post