চট্টগ্রামের ‘ফটিকছড়ির ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উম্মোচন
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামে মো: শামসুল আলম (মাস্টার) এর রচনায় ‘ফটিকছড়ির ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক বইটির মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব পালন করেছে ফটিকছড়িবাসী। সোমবার বিকালে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন (সাফ্) এর উদ্যেগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ির ইতিহাস ও ঐতিহ্য শিরোনামে রচিত বইটিতে উপজেলার ঐতিহ্যবাহী স্থাপনাসহ গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী।
প্রকাশনা উৎসবে বইটির লেখক মো:শামসুল আলম (মাস্টার) এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর খালেদা হানুম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড.মো: ইউছুফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার।