• March 15, 2025

চট্টগ্রামে দুই করোনা রোগী শনাক্ত, একজনের বাড়ি ফটিকছড়িতে

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: চট্টগ্রামে আরও দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায়। শুক্রবার (১০ এপ্রিল) শনাক্ত হওয়া এই দুই রোগীই পুরুষ।

এদের একজনের নাম সাইফুদ্দিন মানিক, বয়স ৫০ বছর। তিনি ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর মান্নান ডাঃ বাড়ির হোসাইন সওদাগরের বড় পুত্র। তিনি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় নিজস্ব ভবনে বাস করতেন। পেশায় তিনি ব্যবসায়ী। অপরজন আকবরশাহ থানাধীন ইস্পাহানী গোলপাহাড় এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, শতাধিক নমুনা পরীক্ষা করে দুজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৫০। দুজনই পেশায় ব্যবসায়ী।

সবমিলিয়ে ১০ এপ্রিল পর্যন্ত চটগ্রামে ৫১৪টি নমুনা পরীক্ষা করে মোট ৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে বিআইটিআইডির ল্যাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post