চট্টগ্রামে ৩৬হাজার পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ ৪ জন গ্রেফতার
শাহনেওয়াজ নাজিম: চট্টগ্রামে ৩৬হাজার পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ ফটিকছড়ির তরিকত ফেডারেশনের নেতা তাপস চন্দ্র বাবুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ মার্চ রাত ৭টায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমা ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’দ্বয়ের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ প্রাপ্ত তথ্য অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা এবং চট্টগ্রাম জেলার ভূজপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬হাজার পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আইয়ুব (৫৫), মোঃ দিদার হোসেন (২৮), তাপস চন্দ্র বাবু (৪৮) ও তাপস সরকার (২২)।
তন্মধ্যে তাপস চন্দ্র বাবুর বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে এবং তিনি ভুজপুর ইউনিয়ন পরিষদের গেল নির্বাচনে তরিকত ফেডারেশনের সমর্থন নিয়ে ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এছাড়াও তিনি তরিকত ফেডারেশনের নেতা হিসেবেও পরিচিত। তাপস সরকারের বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায়। তবে অপর দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।