চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে জয়ী তিন কৃতি শিক্ষার্থীর সাথে শুভেচ্ছা বিনিময়
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে জয়লাভ করে পানছড়িবাসীর মুখ উজ্জ্বল করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তিন কৃতি শিক্ষার্থী।তারা যেসব বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন প্রাণী বিজ্ঞান বিভাগে অর্পিতা শীল,পিতা: উজ্জ্বল শীল,ইংরেজি বিভাগে রন্তু সাহা, পিতা:শিমুল সাহা ও ক্রিড়া বিভাগে মোঃ ইমন হোসেন, পিতা লোকমান হোসেন। এই সফলতা অর্জনের জন্য তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় ও উৎসব প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ প্রদান করেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মতিউর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিঠুন সাহা।
এসময় তারা কৃতি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন।এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।