চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: "সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই জীবন-মৈত্রীর বন্ধন" এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাট

মানিকছড়ির চার ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ফেসবুকে মিথ্যাচারের প্রতিবাদে বিদ্যালয় পর্ষদের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: “সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই জীবন-মৈত্রীর বন্ধন” এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের ব্যবস্থাপনায় ১৩টি ব্যাটালিয়নের খেলোয়াড়দেরকে নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০১৯।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল হাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো: মাহমুদুল হক, গুইমারা সেক্টরের জি.টু.আই মেজর মো: হামিদুর রহমান, যামিনীপাড়া জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আ.স.ম নাহিদুল ইসলাম শিমুল সহ পদস্থ কর্মকর্তা ও বিজিবি জোয়ানরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক ২৩বিজিবি ৪০বিজিবিকে , ৮বিজিবি ৩৭ বিজিবিকে এবং ৩২বিজিবি ৪৫বিজিবিকে পরাজিত করে। এবার ৪ গ্রুপে মোট ১৩টি দল খেলবে, আগামী ২১আগষ্ট চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিরুল ইসলাম শিকদার উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ করবেন।