চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে গণসংযোগ: মোমবাতি-ধানের শীষ প্রার্থীর করমর্দন
ফটিকছড়ি প্রতিনিধি: শুক্রবার সকালে ফটিকছড়ি আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আল হাসানী ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্ণেল (অ.) আজিম উল্লাহ বাহার গন সংযোগ করতে করতে এক স্থানে করমর্দন করেন। নানুপুর ইউনিয়নের বিনাজুরি এলাকায় এঘটনা ঘটে।
সৈয়দ সাইফুদ্দিন হাসানী একটি সুন্দর ভোট উৎসবে কর্ণেল বাহারকে স্বাগত জানান। আর কর্ণেল বাহার পরিশ্চন্ন রাজনীতিতে সৈয়দ সাইফুদ্দিন হাসানীর মতো মানুষের আগমনকে স্বাগত জানান। এ সময় উৎসুক মানুষ খুব আগ্রহ নিয়ে তাদের কুশলাদি বিনিময় লক্ষ্য করেন।