চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে মোহাম্মদ ইদ্রিছ সওদাগর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ বেল

হতদরিদ্রদের ত্রাণ দিল ফটিকছড়ি কমিউনিটি ইউকে
দলীয় এমপি না থাকায় উন্নয়ন বৈষম্যের শিকার নৌকা প্রতীকে চেয়ারম্যানরা
ফটিকছড়িতে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে মোহাম্মদ ইদ্রিছ সওদাগর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইউনুসের বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী গ্রামে জনৈক ইদ্রিছ সওদাগরের বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ আগুন ধরে যায়। লেলিহান আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।