• January 16, 2025

চন্দ্রঘোনায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা সুফিপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে মাথা থেতলে যাওয়া অবস্থায় ৪০-৪৫ বছরের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে মহিলার মৃত্যু কি কারণে হয়েছে পুলিশ নিশ্চিত কিছুই জানাতে পারেনি। লাশ পোষ্ট মর্টেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সুফিপাড়া কাপ্তাই সড়কের পাশে ভোরে মুসল্লিরা নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে কালো বোরখা পরিহিত এক মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও এলাকাবাসী ধারনা করছে, অজ্ঞাত নিহত মহিলা মানসিক ভারসাম্যহীণ। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে অত্র এলাকায় ঘোরা-ফেরা করতে দেখা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post