• December 27, 2024

চন্দ্রঘোনায় আওয়ামীলীগের মশাল মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় গত বৃহষ্পতিবার রাতে আওয়ামীলীগের মশাল মিছিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিশৃংখলা সৃষ্টির পায়তারার বিরুদ্ধে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা যুবলীগ সহসভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরীর আয়োজনে মশাল মিছিলটি উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে দোভাষীবাজার, বনগ্রাম ও কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রঘোনা লিচুবাগানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রঘোনা সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, সুধীর ধর, নিখিল মহাজন, ইউপি সদস্য আবদুল মালেক, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, মোক্তার হোসেন রাজু, মনছুর আবদুল্লাহ, মো. সোহেল, ছাত্রলীগ নেতা দেবাশীষ পাল দেবু প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post