• September 20, 2024

চন্দ্রঘোনায় ইবতেদায়ী সমাপনী জেডিসি পরীক্ষায় সফলতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম পরিচালিত চন্দ্রঘোনাস্থ তৈয়্যবিয়া তাহেরিয়া নূরুল হক জরিনা মহিলা দাখিল মাদরাসা থেকে ২০১৭ সালে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ পাশ করে ৩জন এ-প¬াস পেয়েছে। ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে ফারজানা আকতার আঁখি, শাকেরা জাহান দিনা ও জান্নাতুল আদন। সাধারণ বৃত্তি প্রাপ্তদের মধ্যে কানিজ ফাতেমা, তৌফিকা সৈয়দা মনি, আফিয়া তাবাস্সুম হুমায়রা ও বিবি হালিমা আক্তার। ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সামিরা সুলতানা। সাধারণ বৃত্তি লাভ করেছে রাহাতুল জান্নাত সিয়াম, উম্মে সালমা, মায়মুনা আক্তার ও উম্মে হাবিবা শাহ্যাদী।

সম্প্রতি প্রকাশিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) বৃত্তি পরীক্ষায় ৪ জন ট্যালেন্টপুল ও ৮ জন সাধারণ গ্রাটে বৃত্তি লাভ করায় মাদরাসার উপদেষ্টা পরিষদ, মাদরাসা পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা আল¬াহ পাকের দরবারে শোকরিয়া আদায় করেন। মাদরাসা স্থাপনকারী প্রতিষ্ঠান ‘আলহাজ্ব নূরুল হক জরিনা ওয়ালেফেয়ার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর ও জেনারেল সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার মাদরাসা সংশি¬ষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post