• December 1, 2024

চন্দ্রঘোনায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

শান্তি রঞ্জন চাকমা: চন্দ্রঘোনা থানার পূর্ব কোদালা বড়ঢহর মারমা পল্লীতে গৃহ শিক্ষক কর্তৃক মিতালি মারমা (৯) নামের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত গৃহ শিক্ষক অংবাসিং মারমাকে গতকাল রোববার সকালে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা বড়ঢহর মারমা পল্লীতে জনৈক ডাক্তার অংশি প্রু মারমার একটি পরিত্যক্ত বাড়িতে প্রতিবেশী অংবাসিং মারমা বসবাস করে আসছেন। বড়ঢহর পূর্ব কোদালা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী চাথুইঅং মারমার মেয়ে মিতালি প্রায় ২৫ দিন পূর্ব থেকে গৃহ শিক্ষক হিসেবে লেখাপড়া করাতেন বরখোলা গ্রামের অংবাসিং মারমা। ঘটনার রাতে অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিলেও মিতালিকে পরে যাওয়ার জন্য বলা হয়। মিতালি শিক্ষকের কথামত সবাই চলে গেলেও শিক্ষকের পড়ার টেবিলে বসে থাকে। রাতে মিতালি ফিরে না আসায় তার মা-বাবা ও প্রতিবেশীরা অনেক খোজাখুঁজি করে সন্ধান পায়নি। সকালে গৃহ শিক্ষকের ছাত্রী বিষয়ে পুনরায় জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় গৃহ শিক্ষকের বাড়িতে তল্লাশি করা হলে বস্তাবন্দি অবস্থায় মিতালির নিথর দেহ উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, রাতের যে কোন এক সময়ে ছাত্রী মিতালিকে গৃহ শিক্ষক কর্তৃক জোরপূর্বক ধর্ষণ করার পর নির্মমভাবে শ^াসরোধ করে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অংবাসিং মারমা স্বীকার করে। গৃহ শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করে বলেন, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়া মং মারমা বলেন, ছাত্রীর অকাশ মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড়ঢহর পূর্ব কোদালা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এ ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post