চন্দ্রঘোনায় বিষপানে মহিলার মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় ওষুধ ভেবে ভুলে বিষপান করে ঝিনু আক্তার (৬০) নামের এক বৃদ্ধার গতকাল বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম নতুন পাড়া গ্রামে গত বুধবার বৃদ্ধা মহিলা ঝিনু আক্তার ওষুধ ভেবে ক্ষেতে ব্যবহারের জন্য বাড়িতে রাখা বিষপান করে। বিষপানের পর পরই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় পরে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহষ্পতিবার বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।