• September 20, 2024

চন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা সাবষ্টেশন এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৩০) মানসিক প্রতিবন্ধি নিহত হয়েছে। রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সাবষ্ঠেশন সামাজিক বনায়ন এলাকায় সকালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে লাশ পড়ে থাকে। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ সকাল ১০টায় লাশ উদ্ধার করে। ভোর সকালে দ্রুত ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধি গুরুতর আহত হয়ে অতি রক্ত ক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধি মৃত্যুর কথা স্বীকার করে ইউপি সদস্য কবির আহমদ জানান, নিহতের পরনে টিসার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিল।

রাঙ্গুনিয়া থানা এসআই পিযুশ সিংহ বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post