• April 22, 2025

চন্দ্রঘোনায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় গত শুক্রবার দ্রুত ট্রাক চাপায় চন্দ্রঘোনা হযরত অলীশাহ ও হাফেজ ছমিউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার ২য় শ্রেনির ছাত্র মো. নিরব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি চন্দ্রঘোনা সিকদার পাড়া। তার পিতার নাম মো. টিপু। রাতে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

গাজী মো. নাজিম উদ্দিন বলেন, বাড়ি থেকে কাপ্তাই সড়কের উত্তরে গুমাই বিলে যাচ্ছিল নিরব সহ অপর দুই শিশু। যাওয়ার পথে কাপ্তাই সড়ক পার হওয়ার সময় পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু নিরব ১ ভাই ১ বোনের মধ্যে একমাত্র ছেলে সন্তান ছিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post