চন্দ্রঘোনা থানায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ উপলক্ষ্যে চন্দ্রঘোনা থানার উদ্যোগে বৃহষ্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি রাইখালী বাজার সহ থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি উদ্ধোধন করেন কাপ্তাই সার্কেলের (অতিঃ দায়িত্বে রাজস্থলী সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আজম, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ক্রোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা, সাধারণ সম্পাদক ইউছুফ কার্বারী, ইউপি সদস্য মো. নাছের উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য সৈবাল সরকার, অজয় কুমার সেন, আনসার কমান্ডার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
র্যালীতে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন।