• December 5, 2024

‘চাইল্ড হেল্প লাইন ১০৯৮ শীর্ষক’ সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপি কর্মশালা লক্ষ্মীছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ‘চাইল্ড হেল্প লাইন ১০৯৮ শীর্ষক’ সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপি কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল কর্মশালায় সভাপতিত্ব করেন।

খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিসহ ৫০জন কর্মশালায় অংশ নেন। শিশুর সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন এই শ্লোগানকে সামনে রেখে এর বাস্তবায়ন নিশ্চিত করাই এ কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post