চাকুরী জাতীয়করণের দাবিতে সিএইচসিপি কর্মীদের খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন স্বাস্থ্

লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল
লক্ষ্মীছড়িতে ইউনিয়ন আ.লীগ অফিসের আসবাবপত্র ও ছবি ভাংচুর’র অভিযোগ
মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার ব্যানারে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে সংগঠনটির খাগড়াছড়ি শাখার সভাপতি জ্ঞান বীর চাকমাসহ বিভিন্ন উপজেলা ইউনিটের কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা, আগামী ২৬ জানুয়ারীর মধ্যে চাকরী জাতীয়করণের ঘোষণা না আসলে ২৭ জানুয়ারী থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুশিঁয়ারী দেন। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।