• July 27, 2024

চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে রাঙামাটিতে সিএইচসিপি’র অবস্থান ধর্মঘট পালন

রাঙামাটি প্রতিনিধি: রাজস্ব খাতে চাকুরী স্থানান্তর করার দাবীতে আজ রাঙামাটিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কমিউনিটি হেলথ্ প্রোভাইডাররা (সিএইচসিপি)।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে সকল কার্যক্রম বন্ধ রেখে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে চাকুরী জাতীয় করণের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কমিউনিটি হেলথ্ প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ১০ উপজেলার দেড় শতাধিক কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত ফেষ্টুন ও ব্যানার নিয়ে এই অবস্থান ধর্মঘটের অংশ নেয়।

অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ্ প্রোভাইডার (সিএইচসিপি) সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম, অর্থ সম্পাদক মুন্নি চাকমা, থোয়াইচিং মারমা ও জয়নাল আবেদিন।

বক্তারা, সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও এখনো পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডাদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করেনি। যার কারণে এক অনিশ্চিয়তায় মধ্যে পরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই কার্যক্রম চালু রাখতে তারা সরকারের কাছে হেলর্থ প্রোভাইডারদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবী জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post