• February 19, 2025

চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া সময়ের দাবী

মাহমুদুল হাসান সোহাগ: পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানোর দাবী দিন দিন জোড়ালো হচ্ছে। মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় পদক দেয়ার দাবী জানিয়ে ভিবিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে।

এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। অনগ্রসর পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, ক্ষুদ্র নৃ-গোষ্টির ভাষা ও সাহিত্যের বিকাশ, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা, অসহায় মুক্তিযোদ্ধাদের সহয়তা প্রদান, সংবাদকর্মি-বুদ্ধিজীবী তৈরি, শিক্ষা বিস্তার, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষা ইত্যাদি ক্ষেত্রে মকছুদ আহমেদের লিখনীর অবদান অপরিসীম। এ,কে,এম মকছুদ আহমেদকে বলা হয়ে থাকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও উন্নয়নের পথ নির্দেশক। এই গুণী মানুষটিকে রাষ্ট্রীয় পদকের দাবী জানিয়ে জাতীয় দৈনিক নতুন সকাল পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। শিরোনাম ছিল,“সাংবাদিকতার পাশপাশি পাহাড়ের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখায় এ,কে,এম মকছুদ আহমেদের একুশে অথবা স্বাধীনতা পদক পাওয়া সময়ের দাবী।” (দৈনিক সকাল বেলা, ১২ আগষ্ট-২০২০)

আরেকটি সংবাদের শিরোনাম ছিল, “পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদকে একুশে পদক দেয়ার দাবী।” (দৈনিক সকাল বেলা, ১৩ আগষ্ট-২০২০) খাগড়াছড়ির পার্বত্য জেলার স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদের শিরোনাম ছিল, “পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার বাতিঘর এ,কে,এম মকছুদ আহমেদকে একুশে পদক দেয়ার দাবি।” (দৈনিক অরণ্য বার্তা, ৩০ জুলাই-২০২০) এছাড়া সুশীল সমাজ রাজনীতিবীদ ও পার্বত্য চট্টগ্রামের জনসাধারন মকছুদ আহমেদকে রাষ্ট্রীয়ভাবে পদক প্রদানের দাবী জানাচ্ছে সরকারের কাছে। এই আলোকিত মানুষটিকে সরকার সম্মানিত করলে সম্মানিত হবে পার্বত্য চট্টগ্রামের জনসাধারণ। সম্মানিত হবে সাংবাদিক সমাজ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post