• January 13, 2025

চিকিৎসা সেবায় গতিশীলতা আনতে খাগড়াছড়ির চার উপজেলায় এ্যাম্বুলেন্স হস্তান্তর

 চিকিৎসা সেবায় গতিশীলতা আনতে খাগড়াছড়ির চার উপজেলায় এ্যাম্বুলেন্স হস্তান্তর

স্টাফ রিপোর্টার: করেনা মহামারী এই দুর্যোগ মুহুর্তে  চিকিৎসা সেবায় গতিশীলতা আনতে খাগড়াছড়ির চার উপজেলায় এ্যাম্বুলেন্স হস্তান্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।  ১৪জুলাই বুধবার সিভিল সার্জন কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু চাবি হস্তান্তর করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত এ্যাম্বুলেন্সগুলো জেলার দীঘিনালা, পানছড়ি, লক্ষীছড়ি ও মহালছড়ি উপজেলা হাসপাতালে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, ডাঃ অর্নব চাকমা প্রমুুখ।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার চিকিৎসা সেবাকে জনগনের কাছে পৌছে দেয়ার জন্য নিরলস কাজ করছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। আইসিইউ ইফনিটি তৈরি প্রক্রিয়াধীন। পার্বত্য জেলা পরিষদ হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ সার্বিক সহযোগীতা করে সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post