চুরি বাড়ছে মাটিরাঙ্গায়
মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাড়িতে বেশকিছু চুরির ঘটনা ঘটেছে । দিন দিন তা যেনো থামছেই না। পরিস্থিতি এমনই যে, কখন কার বাড়িতে চোর এসে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় সেটা বলা যাচ্ছে না। একই রাতে একাধিক বাড়িতে চুরি হওয়ার ঘটনায় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে চুরির আতংক বিরাজ করছে। স্বাধীনতার মাসে অভিনব কায়দায় এই ধরনের চুরির ঘটনায় জনসাধারণের স্বাভাবিক জীবন যাপনেও প্রভাব পড়ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভাল মানের তালাগুলো সহজেই খুলতে সক্ষম চোর চক্রই ইতিমধ্যে মাটিরাঙ্গার কাজীপাড়া, ডাক্তারপাড়া, খুলনাইয়াপাড়া (নবীনগর), চৌধুরীপাড়া, নতুনপাড়াসহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়েছে। সাধারণ মানুষ চলমান চুরির ঘটনা বন্ধে প্রশাসনসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেছেন, আমি বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। চুরির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সচেতন মহল মনে করেন, দ্রুত চোরের উপদ্রুপ বন্ধ করা না হলে সামাজিক নিরাপত্তা হুমকি মুখে পড়তে পাওে বলে আশংকা করা হচ্ছে।