ছদুরখীল নবীন সংঘ’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
মানিকছি প্রতিনিধি: “আমরা শক্তি আমরা বল, আমরা সবাই নবীন দল”-এই স্লোগানকে সামনে রেখে মানিকছড়ি উপজেলার অজপাড়া গাঁয়ের অর্ধ্ব শতাধিক অস্বচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্থানীয় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছদুরখীল নবীব সংঘ”।
২৭ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় ছদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীন সংঘ’র সভাপতি মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও বাটনাতলী ইউপি সদস্য লাব্রেচাই মারমা, সাধারণ সম্পাদ মো. জাহাঙ্গীর আলম, ২নং বাটনাতলী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, নবীন সংঘ’র সাধারণ সম্পাদক মো. আনোয়ারার হোসেন, সাংগঠনিক ছিদ্দিকসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।