• March 25, 2025

ছাত্রলীগের বিচার চেয়ে মানিকছড়ি কলেজ ছাত্রদলের স্মারকলিপি

 ছাত্রলীগের বিচার চেয়ে মানিকছড়ি কলেজ ছাত্রদলের স্মারকলিপি

স্টাপ রিপোর্টার:-

আওয়ামী লীগের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল এ স্মারকলিপি প্রদান করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শাহ-আলম হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় কলেজ ছাত্রদলের কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো:রাকিব হোসেন,যুগ্ম-আহ্বায়ক মো:হাসান,যুগ্ম-আহ্বায়ক মো:বিল্লাল,ছাত্রনেতা আব্দুর রহিম, ছাত্রনেতা মো.জুয়েল,সহ সিনিয়র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী দোসরদের সন্ত্রাসীদের হাতে সংগঠিত সকল হামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় খাগড়াছড়িতে এ সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থী ও ভিন্নমতের শিক্ষার্থী ও জনতার সাথে ন্যাক্কারজনক আচরণ করে হামলা চালিয়েছিল তার বিচার দাবি করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post