Homeস্লাইড নিউজশিরোনাম

ছাত্রলীগ কর্মী রাসেল হত্যা: আসামি শনাক্ত, বলছে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী মোঃ রাসেল(১৭)র লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকা

মাটিরাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিন্দুকছড়ির জোন কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিসহ আটক ৯, মহিলা দলের মশাল মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী মোঃ রাসেল(১৭)র লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাসেলের লাশ খাগগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তার বাড়ীতে পৌছে দেয়া হয়। এদিকে লাশ পেয়ে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছড়িয়ে পড়ে শোকের মাতম।

গত শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর ব্রীজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গুরুতর আহত হয়। তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে চিকিৎসকরা। পথে মধ্যেই তার মৃত্যু হয়। নিহত রাসেল জেলা সদরের কদমতলীর হরিনাথ পাড়ার মোঃ নুর হোসেনের ছেলে। সে ৬নং পৌর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। এই ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে সংগঠনটি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অব্যহত আছে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।